প্ৰচণ্ড বৃষ্টিতে বেহাল রাজধানী দিল্লি,গুরগাঁওয়ের স্বাভাবিক জীবন,যানজট

প্ৰচণ্ড বৃষ্টিতে বেহাল রাজধানী দিল্লি,গুরগাঁওয়ের স্বাভাবিক জীবন,যানজট
Published on

দিল্লি-এনসিআর অঞ্চলে আজ সকাল থেকে মুষলধার বৃষ্টিতে বিভিন্ন স্থানে জল জমে যায়। সড়কগুলিতে সৃষ্টি হয় প্ৰচণ্ড যানজটের। গুরগাঁওয়ে বৃষ্টির প্ৰকোপ ছিল সবচেয়ে বেশি। পথে জল জমে যাওয়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বেশকিছু স্কুল বন্ধ রাখা হয়। গুরুগাঁও ও দিল্লির পথ বন্যা সদৃশ রূপ নেয়। যানবাহন আটকে পড়ায় তীব্ৰ যানজটের মুখে পড়তে হয় নিত্য যাত্ৰীদের। কিছু গাড়ি ও বাইককে কৃত্ৰিম বন্যা মাড়িয়েই গন্তব্যে যেতে দেখা গেছে।

আরকে পুরম,তিনমূর্তি ভবন,এবং ইন্দিরা গান্ধী ইণ্টার-ন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার পথ ভেসে যায়। নয়ডা,গুরগাঁও,হরিয়ানায় তাপমাত্ৰা নেমে আসে ৩৩ থেকে ২৬ ডিগ্ৰি সেলসিয়াসে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com