প্ৰণব মুখার্জির প্ৰশংসায় পঞ্চমুখ আডবাণী

প্ৰণব মুখার্জির প্ৰশংসায় পঞ্চমুখ আডবাণী
Published on

নাগপুরে আরএসএস-এর ইভেন্টে প্ৰাক্তন রাষ্ট্ৰপতি প্ৰণব মুখার্জির ভাষণের উচ্ছ্বসিত প্ৰশংসা করেছেন বিজেপি নেতা এলকে আডবাণী। ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে প্ৰণববাবুর উদ্দীপ্ত অভিব্যক্তি প্ৰশংসার দাবি রাখে। সঙ্ঘের অনুষ্ঠানে মুখার্জিকে আমন্ত্ৰণ করায় সংঘচালক মোহন ভাগবতের প্ৰশংসা করেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com