Begin typing your search above and press return to search.

প্ৰথম দফার নির্বাচনে ময়দানে ৪১ প্ৰার্থী,কং-বিজেপির সরাসরি লড়াই হবে

প্ৰথম দফার নির্বাচনে ময়দানে ৪১ প্ৰার্থী,কং-বিজেপির সরাসরি লড়াই হবে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 March 2019 10:14 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে প্ৰথম দফার লোকসভা নির্বাচনের ছবি এখন স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্ৰথম দফার ভোট হচ্ছে আগামি ১১ এপ্ৰিল। রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্ৰে নির্বাচনী ময়দানে এখন টিকে রইলেন ৪১ জন প্ৰার্থী। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্ৰ প্ৰত্যাহারের শেষ দিন। এদের মধ্যে তেজপুর ও কলিয়াবর কেন্দ্ৰের নির্বাচনী ময়দানে সাতজন করে প্ৰার্থী টিকে রইলেন। যোরহাট ও ডিব্ৰুগড় কেন্দ্ৰের নির্বাচনী ময়দানে রয়েছেন ৮ জন করে প্ৰার্থী। লখিমপুরে প্ৰতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন ১১ জন। রাজ্য নির্বাচন বিভাগ এখবর জানিয়েছে। রাজ্যের এই পাঁচটি লোকসভা আসনে ১১ এপ্ৰিল ভোট গ্ৰহণ করা হবে। এর আগে এই আসনগুলিতে লড়ার জন্য মোট ৪৫ জন প্ৰার্থী মনোনয়নপত্ৰ জমা দিয়েছিলেন। ২৬ মার্চ মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করার পর তেজপুর কেন্দ্ৰের দুজন প্ৰার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার আরও দুজন প্ৰার্থী মনোনয়নপত্ৰ প্ৰত্যাহার করে নেন। মনোনয়ন তুলে নেওয়া প্ৰার্থীদের একজন তেজপুরের এবং অন্য জন লখিমপুর কেন্দ্ৰের।

তবে এই পাঁচটি কেন্দ্ৰেই এবার সরাসরি লড়াই হবে। উদাহরণস্বরূপ বলা যায় তেজপুর কেন্দ্ৰে মন্ত্ৰী পল্লবলোচন দাস(বিজেপি)ও প্ৰাক্তন আমলা এমজিভিকে ভানুর(কংগ্ৰেস)মধ্যে সরাসরি লড়াই হবে।

ওদিকে কলিয়াবর আসনে বর্তমান কংগ্ৰেস সাংসদ গৌরব গগৈ ও মণিমাধব মহন্তের(অগপ)মধ্যে লড়াই জমবে। অনুরূপভাবে যোরহাট কেন্দ্ৰে মন্ত্ৰী তপন কুমার গগৈ ও কংগ্ৰেস প্ৰার্থী সুশান্ত বরগোঁহাইর মধ্যে লড়াই হবে সরাসরি।

ডিব্ৰুগড় লোকসভা আসনে কংগ্ৰেসের প্ৰাক্তন সাংসদ পবন সিং ঘাটোয়ার ও রামেশ্বর তেলির(বিজেপি)মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। লখিমপুর কেন্দ্ৰেও অনুরূপ লক্ষণ দেখা যাচ্ছে। এই কেন্দ্ৰে বিজেপি সাংসদ প্ৰদান বরুয়া ও কংগ্ৰেসের অনিল বরগোঁহাইর মধ্যে তুমুল লড়াই হবে বলে মনে করা হচ্ছে। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে কলিয়াবর কেন্দ্ৰে তদানীন্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈর ছেলে গৌরব গগৈ বিজয়ীর খাতায় নাম লিখিয়েছিলেন। সেবার ১১ এপ্ৰিল প্ৰথম দফার নির্বাচনে বাকি চারটি আসন দখল করেছিল বিজেপি।

Next Story
সংবাদ শিরোনাম