প্ৰথম দফার পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়নপত্ৰ দাখিল সম্পন্ন হলো শান্তিপূর্ণভাবেই

গুয়াহাটিঃ রাজ্যে প্ৰথম দফায় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের কাজ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। শুক্ৰবার মনোনয়নপত্ৰগুলি পরীক্ষার কাজ চলছে। বৈধ মনোনীত প্ৰার্থীদের কেউ নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করতে না চাইলে ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্ৰত্যাহার করে নিতে পারবেন।
উল্লেখ্য, প্ৰথম দফায় রাজ্যের যে সব জেলায় গ্ৰামীণ নির্বাচন হচ্ছে সেগুলো হলো তিনসুকিয়া,ডিব্ৰুগড়,শিবসাগর,চরাইদেউ,যোরহাট,মাজুলি,গোলাঘাট,নগাঁও,ধেমাজি,লখিমপুর,বিশ্বনাথ,শোণিতপুর,দরং,মরিগাঁও ও কামরূপ মেট্ৰো এবং কামরূপ(গ্ৰামীণ)।
প্ৰথম দফায় ২৫১টি জেলা পরিষদ কেন্দ্ৰ,১৩০৪টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য(এপিএমএস),১৩০৪টি গ্ৰাম পঞ্চায়েত সভাপতি এবং ১৩০৪০টি গ্ৰাম পঞ্চায়েত সদস্য পদে আগামি ৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজ্যের নির্বাচন কমিশনার এইচ এন বরা বৃহস্পতিবার দ্য সেন্টিনেলকে বলেন,মনোনয়নপত্ৰ দাখিল পর্ব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।