প্ৰথম দফার ভোটে পাঁচ কেন্দ্ৰেই জিতবে বিজেপিঃ রঞ্জিৎ দাস

প্ৰথম দফার ভোটে পাঁচ কেন্দ্ৰেই জিতবে বিজেপিঃ রঞ্জিৎ দাস
Published on

গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাস দাবি করেছেন,১১ এপ্ৰিল অনুষ্ঠেয় রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্ৰের সবকটিতে দল জিতবে। প্ৰথম দফার নির্বাচন হচ্ছে তেজপুর,কলিয়াবর,যোরহাট,ডিব্ৰুগড় ও লখিমপুর কেন্দ্ৰে। শুক্ৰবার এখানে হেঙেরাবাড়িতে দলের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাস বলেন,গত ১৫ দিন ধরে এই কেন্দ্ৰগুলি তিনি চষে বেড়িয়েছেন। কেন্দ্ৰগুলির মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে তাঁর। জনতার সঙ্গে বাক বিনিময়ের পর তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে এই পাঁচ কেন্দ্ৰে বিজেপিই আখেরে জয়ের মুখ দেখবে।

‘বিজেপি বরাবরই গণতন্ত্ৰে বিশ্বাসী,কিন্তু কংগ্ৰেসের বিশ্বাস শুধু স্বজন তোষণে। তাদের ভাবনা কেবলমাত্ৰ পরিবার কেন্দ্ৰিক। আর এই দৃশ্য হামেশাই দেখা গেছে। মানুষ এখন এটা বুঝে গেছেন যে নরেন্দ্ৰ মোদি দক্ষতার সঙ্গে দেশের হাল ধরেছেন। অসম ও দেশের প্ৰতি মোদির ভালবাসা কারো নজর এড়িয়ে যায়নি’।

দাস আরও বলেন,‘কংগ্ৰেস এবং এআইইউডিএফ-এর মধ্যে বোঝাপড়া ইতিপূর্বে গোপনই ছিল। কিন্তু এখন নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই ওই আঁতাতের বিষয়টি প্ৰকাশ্যে বেরিয়ে এসেছে। নগাঁও,কলিয়াবর এবং তেজপুর কেন্দ্ৰে এআইইউডিএফ কেন প্ৰার্থী দিল না তা থেকেই এর কারণ বোঝা যায়। জনগণ এই আঁতাতকে মোটেই ভাল নজরে দেখছেন না। তারা এই গোপন সমঝোতার সমালোচনাও করেছেন’। এই কর্মসূচি চলাকালে সারা অসম বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশনের প্ৰাক্তন নেতা সুকুমার বিশ্বাস শুক্ৰবার বিজেপি দলে যোগ দিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com