Begin typing your search above and press return to search.

প্ৰধানমন্ত্ৰী মোদির মনোনয়নপত্ৰ দাখিলে সঙ্গ দেবেন নীতিশ কুমার ও অন্যান্য মিত্ৰদলের নেতারা

প্ৰধানমন্ত্ৰী মোদির মনোনয়নপত্ৰ দাখিলে সঙ্গ দেবেন নীতিশ কুমার ও অন্যান্য মিত্ৰদলের নেতারা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 April 2019 1:21 PM GMT

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আগামিকাল(শুক্ৰবার)বারাণসী কেন্দ্ৰ থেকে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করবেন। মনোনয়নপত্ৰ দাখিলের সময় তাঁকে সঙ্গ দেবেন বিহারের মুখ্যমন্ত্ৰী নীতিশ কুমার

পঞ্জাবের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰকাশ সিং বাদল,লোক জনশক্তি দলের নেতা রামবিলাস পাসোয়ান এবং শিবসেনা প্ৰধান উদ্ধব ঠাকরে ও অনেক কেন্দ্ৰীয় নেতা মোদির সঙ্গে থাকবেন।

কেন্দ্ৰীয় বিদেশ মন্ত্ৰী সুষমা স্বরাজ,পীউস গোয়েল,জগৎ প্ৰকাশ নান্দা এবং নীতিন গাড়কারিও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

২০১৪ সালের নির্বাচনে মোদি ৩ লাখ ভোটের ব্যবধানে আম আদমি পার্টির প্ৰার্থী অরবিন্দ কেজরিয়ালকে পরাস্ত করেছিলেন। এই কেন্দ্ৰে প্ৰধানমন্ত্ৰী মোদির বিরুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা করছেন কংগ্ৰেসের অজয় রায়। পূর্বে বারাণসী থেকে কংগ্ৰেসের পক্ষে প্ৰিয়ঙ্কা গান্ধী ভদ্ৰার লড়ার সম্ভাবনা থাকার কথা প্ৰকাশ করা হয়েছিল।

আজ সন্ধ্যায় ধাশ্বামেধ ঘাটে পুজো দেবেন মোদি। এরপর আগামিকাল দাখিল করবেন মনোনয়নপত্ৰ। প্ৰধানমন্ত্ৰী এই পবিত্ৰ শহরে এক রোড শোতেও অংশ নেবেন। বারাণসীতে নির্বাচন হবে ১৯ মে। মোট ৭ দফায় অনুষ্ঠেয় নির্বাচনের পর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

Next Story
সংবাদ শিরোনাম