
নির্বাচনি প্রতিশ্রুতি মতোই কৃষিঋণ মকুব করে দিয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে নবনির্বাচিত কংগ্রেস সরকার। তার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে ঝাঁঝালো আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। “নরেন্দ্র মোদীকে ঘুমোতে দেব না,” সাফ কথা তাঁর।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “কৃষকদের সমস্যার সমাধান না হলে আমরা প্রধানমন্ত্রীকে ঘুমোতে দেব না।”রাহুলের কথায়, প্রধানমন্ত্রী ভারতকে দু’টো ভাগে ভাগ করেছেন, যার এক দিকে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষকরা এবং অন্য দিকে রয়েছেন ১৫-২০ জন ধনী ব্যবসায়ী। তাঁর কথায়, “মোদী দু’টো ভারত তৈরি করেছেন।”মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের দেখানো পথে রাজস্থান সরকারও যে কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করবে সে কথাও জানিয়েছেন কংগ্রেস সভাপতি।