প্ৰাক্তন প্ৰতিরক্ষামন্ত্ৰী জর্জ ফার্নান্ডেজের জীবনাবসান

প্ৰাক্তন প্ৰতিরক্ষামন্ত্ৰী জর্জ ফার্নান্ডেজের জীবনাবসান
Published on

গুয়াহাটিঃ বাজপেয়ী সরকারের জমানার প্ৰতিরক্ষামন্ত্ৰী জর্জ ফার্নান্ডেজ মঙ্গলবার নয়াদিল্লিতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জীবনের শেষ দিনগুলিতে রোগে ভুগছিলেন তিনি। ফার্নান্ডেজের অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে তাঁর ছেলে সিয়েন ফার্নান্ডেজ আমেরিকা থেকে এখানে এসে পৌঁছনোর পর। পরিবারের লোকেরা দিল্লিতেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

১৯৩০ সালের ৩ জুন ফার্নান্ডেজের জন্ম হয়েছিল। সরকারের বিভিন্ন পদে কার্যনির্বাহ করে একটা গৌরবময় রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন তিনি। ফার্নান্ডেজ একাধারে রাজনীতিক,সাংবাদিক,কৃষিবিদ ও বিহারের রাজ্যসভা সাংসদও ছিলেন। জনতা দলের একজন প্ৰবীণ নেতা ছাড়াও সমতা পার্টি গঠন করেছিলেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com