ফিলিপাইনসে বন্দুকধারীর গুলিতে নিহত ৬,দম্পতি অপহৃত

ফিলিপাইনসে বন্দুকধারীর গুলিতে নিহত ৬,দম্পতি অপহৃত
Published on

অজ্ঞাত কিছু বন্দুকধারী ফিলিপাইনসের গ্ৰামে আচমকা গুলি চালিয়ে ৬ ব্যক্তিকে হত্যা করেছে। একইসঙ্গে বন্দুকধারীরা একজোড়া দম্পতিকেও অপহরণ করে নিয়ে গেছে। বন্দুকধারীরা প্ৰথমে ওই দম্পতিকে অপহরণ করে পণবন্দি করার পরই গুলি চালনার ঘটনায় লিপ্ত হয়। শুক্ৰবার বিকেলে উপকূলীয় শহর শিরাওয়াইয়ে বন্দুকধারীরা ওই দম্পতির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দম্পতিকে তুলে নিয়ে যায়। একজন প্ৰতিবেশী বন্দুকধারীদের কবল থেকে দম্পতিকে বাঁচানোর চেষ্টা করলে বন্দুকধারী তাকে গুলিতে উড়িয়ে দেয়।

দম্পতিকে নিয়ে পালাবার সময় বন্দুকধারীরা আরও ৫ ব্যক্তিকে গুলিতে ঝাঝরা করে দেয়। পুলিশ অফিসার এডুইন ডি ওক্যামপো জানান গোলাগুলির মধ্যে একটি শিশু আহত হয়। উদ্ধারকারীরা অপহৃতদের খোঁজে অভিযানে নেমেছে। শিরাওয়াই শহরে এবছর অপহরণের এটা দ্বিতীয় ঘটনা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com