ফেনি নদীর উপর সেতুর কাজ শুরু হচ্ছে সেপ্টেম্বরের পর

নয়াদিল্লিঃ ভারত এবং বাংলাদেশের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে ফেনি নদীর উপর ১৫০ মিটার দীর্ঘ সেতুর কাজ সেপ্টেম্বরের পরে শুরু হবে। জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগমের সঞ্চালক(প্ৰশাসন এবং অর্থ)(এমএইচআইডিসিএল)সত্যব্ৰত সাহু দ্য সেন্টিনেলের কাছে একথা বলেন। তিনি বলেন,বর্তমানে বৃষ্টির জন্য সেতুর কাজ বন্ধ রয়েছে তবে সেপ্টেম্বরের পর ফের শুরু হবে। ‘সেতুটি হলে বাংলাদেশ ও ত্ৰিপুরার মানুষ প্ৰভূত উপকৃত হবেন। তাছাড়া পরম্পরাগত ব্যবসা বাণিজ্যও শুরু হয়ে যাবে’-বলেন তিনি।
ফেনি নদীর উপর ১৫০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ হবে ১১০ কোটি টাকা এবং সেতুটি ত্ৰিপুরা ও বাংলাদেশের মধ্যে সংযোগ গড়ে তুলবে। ‘এই নতুন সেতু দিয়ে বাণিজ্যিক কাজকর্মও শুরু হবে। বর্তমানে আমরা সেতুটির ভিত্তি গড়ছি-বলে সাহু। এনএইচআইডিসিএল স্থাপন করা হয়েছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি ও দেশের পাহাড়ি অঞ্চলগুলি দেখভালের জন্য।