ফেব্ৰুয়ারিতে অরুণাচল প্ৰদেশ,ত্ৰিপুরা সফরে আসছেন প্ৰধানমন্ত্ৰী

ফেব্ৰুয়ারিতে অরুণাচল প্ৰদেশ,ত্ৰিপুরা সফরে আসছেন প্ৰধানমন্ত্ৰী
Published on

আগরতলাঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আগামি ফেব্ৰুয়ারিতে ত্ৰিপুরা ও অরুণাচল প্ৰদেশ সফর করবেন। এক সরকারি কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। কর্মকর্তাটি বলেন,হোলঙ্গি বিমানবন্দর উদ্বোধনের জন্য আগামি ৯ ফেব্ৰুয়ারি মোদি অরুণাচল প্ৰদেশে আসছেন এবং ওই দিনই বিকেলে আগরতলায় বেশকটি প্ৰকল্পের উদ্বোধন ও শিলান্যাস পর্বের পর শহরের স্বামী বিবেকানন্দ গ্ৰাউন্ডে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব বলেছেন,প্ৰধানমন্ত্ৰীর সফরের জন্য যাবতীয় প্ৰস্তুতিপূর্ব চূড়ান্ত করা হয়েছে।

ইন্ডিজেনাস পিপলস ফ্ৰণ্ট অফ ত্ৰিপুরা(আইপিএফটি)এবং ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্ৰিপুরা(আইএনপিটি)সহ বিভিন্ন উপজাতি দল ও সংগঠন নাগরিকত্ব(সংশোধনী)বিল প্ৰত্যাহারের দাবিতে প্ৰধানমন্ত্ৰীর হাতে স্মারকপত্ৰ দাখিল করবে। আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন,আইপিএফটি এবং সিপিআই(এম)এর ত্ৰিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ ছাড়া বেশকটি উপজাতি দল বুধবার খুমুলঙে এক বিশাল মিছিল বের করবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com