ফেব্ৰুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা

গুয়াহাটিঃ ফেব্ৰুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। সককারি বন্ধের তালিকা এখনও প্ৰকাশ না করার জন্য মাধ্যমিকের রুটিন প্ৰকাশ করতে পারছে না অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ(সেবা)। মেট্ৰিক পরীক্ষাকে কেন্দ্ৰ করে সেবার কর্মকর্তারদের মধ্যে গতবারের মতো ফের তৎপরতা শুরু হয়ে গেছে। পরীক্ষার পূর্বে সেবার কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। রাজ্যের ২৭টি জেলার বিদ্যালয় পরিদর্শক,৬৬ জন পর্যবেক্ষক,অধ্যক্ষ,সচীব এবং পরীক্ষা নিয়ন্ত্ৰকের মধ্যে এই আলোচনা হয়।
এতে পরীক্ষা সুচারুরূপে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট জেলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। সেবার সুত্ৰে এখবর জানা গেছে। এবারের পরীক্ষায় প্ৰতিটি কেন্দ্ৰে সিসিটিভি-র ভিসুয়েল স্পষ্ট হওয়াটা বাধ্যতামূলক করেছে সেবা। যদি এই নির্দেশ কেও লঙ্ঘন বা কর্তব্যে গাফিলতি করে তাহলে কর্তন করা হবে পরীক্ষা কেন্দ্ৰ। উত্তর পত্ৰ মূল্যায়নের ক্ষেত্ৰে সেবার এক নতুন সংযোজন বা সিদ্ধান্ত নিয়েছে। প্ৰথমবারের জন্য প্ৰতিটি উত্তর পত্ৰে থাকছে বারকোড। প্ৰতিটি উত্তর পত্ৰের প্ৰথম পৃষ্ঠাই থাকবে প্ৰশ্নের ক্ৰমিক নম্বরের বিপরীতে মূল্যায়ন করা সুবিধা।
পরীক্ষার্থী অতিরিক্ত পাতা নিলে নিরীক্ষকের লিখতে হবে সম্পূর্ণ বিবরণ। পরীক্ষার খাতাই স্বাক্ষরের পরিবর্তে প্ৰথমবারের জন্য নিরীক্ষক নিজের নামটি সম্পূর্ণ লিখতে হবে। গণিত ও উচ্চ গণিতের উত্তর খাতায় থাকবে না রোলিঙের ব্যবস্থা। ছাত্ৰ-ছাত্ৰীরা ব্যবহার করতে হবে কালো-কালি। উল্লেখ্য,রাজ্যের ৮৫৭টি সেন্টারে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৫৩ হাজার। পূর্বের চেয়ে পরীক্ষা কেন্দ্ৰ বৃদ্ধি হয়েছে ৫টি।