
২২৫ টি জীবজন্তুর মৃত্যু হয়েছে দুদফার বন্যায়। উদ্যানের সঞ্চালক সত্যেন্দ্ৰ সিং বলেন ,কাজিরঙার ৭০ শতাংশ এলাকা এখন জলের তলায়। প্ৰথম দফার বন্যায় মারা গিয়েছিল উদ্যানের ১০৫টি জীবজন্তু। সব মিলিয়ে এ বছরের বন্যা ২২৫টি পশুর প্ৰাণ কেড়ে নেয়। সিং বলেন, জল কমতে শুরু করলেও পুরোপুরি শুকোতে আরও কিছুটা সময় লাগবে।বন্যায় ১৭৮টি হরিণ, ১৫টি গন্ডার, ৪টি হাতি ও ১টি বাঘের মৃত্যু হয়েছে।