ফেসবুক ছটি ভারতীয় ভাষায় ডিজিটাল লিটারেসি লাইব্ৰেরি চালু করলো

ফেসবুক ছটি ভারতীয় ভাষায় ডিজিটাল লিটারেসি লাইব্ৰেরি চালু করলো

নয়াদিল্লিঃ ডিজিটাল নিরাপত্তায় ৩ লক্ষ ভারতীয়কে প্ৰশিক্ষণ দেওয়ার প্ৰচেষ্টায় ফেসবুক সোমবার ছটি ভারতীয় ভাষায় ডিজিটাল লিটারেসি লাইব্ৰেরি চালু করার কথা ঘোষণা করলো। বাংলা,হিন্দি,তামিল,তেলগু,কন্নড় এবং মালয়ালম এই ছটি ভাষায় একগুচ্ছ পাঠ নিয়ে এই ডিজিটাল লিটারেসি লাইব্ৰেরি চালু করা হয়। এখানে ফেসবুকের দক্ষিণ এশীয়া নিরাপত্তা সম্পর্কিত শীর্ষ সম্মেলনে একথা ঘোষণা করা হয় কেন্দ্ৰীয় মহিলা ও শিশু কল্যাণ(ডব্লিউসিডি)বিভাগের মন্ত্ৰী মানেকা গান্ধীর উপস্থিতিতে। ভারত,শ্ৰীলঙ্কা,নেপাল,বাংলাদেশ ও আফগানিস্তান এই পাঁচটি দেশের ৭০টির বেশি প্ৰতিষ্ঠান এতে অংশ নেন। অনলাইনে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় তা প্ৰতিরোধ করার জন্য নিরাপত্তা ও কারিগরি সংক্ৰান্ত বিষয়ে বিশেষজ্ঞরা ব্যাপকভাবে আলোচনা করেন।

ফেসবুক দিল্লি আইআইটিতে চাইল্ড সেফটি হেকাথনেরও আয়োজন করে সাইবার পিস ফাউন্ডেশন এবং আইআইটি দিল্লির ম্যানেজমেন্ট স্টাডি বিভাগের পার্টনারশিপে। ‘যৌন কার্যকলাপ থেকে শিশুদের রক্ষা এবং অনলাইনে শিশুদের অপব্যবহার রোধের ব্যবস্থা নিচ্ছে ফেসবুক’। ফেসবুকের সেফটির গ্লোবাল হেড অ্যান্টিগন ডেভিস একথা বলেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com