ফ্যান্সিবাজারে হনুমান মন্দির পরিদর্শনে সস্ত্ৰীক রাজ্যপাল মুখি

ফ্যান্সিবাজারে হনুমান মন্দির পরিদর্শনে সস্ত্ৰীক রাজ্যপাল মুখি
Published on

গুয়াহাটিঃ অসমের রাজ্যপাল জগদীশ মুখি শুক্ৰবার মহানগরীর ফ্যান্সি বাজারে হনুমান মন্দির পরিদর্শনে যান। এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে ভগবান হনুমানের চরণে পুজোও দেন তিনি। জনগণকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে মুখি বলেন,হনুমানজি হলেন ভক্তি,নিষ্ঠা ও সাহসের প্ৰতীক।

সমাজের স্বার্থে ভগবান হনুমানের এই গুণগুলি অনুসরণ করতে তিনি জনগণের প্ৰতি আহ্বান জানান। রাজ্যপাল জায়া প্ৰেম মুখিও রাজ্যের সব শ্ৰেণির মানুষের কল্যাণে মন্দিরে হনুমানজির পুজো দেন। রাজ্যপাল বলেন,হনুমান জয়ন্তীর মতো উৎসবগুলো মানুষের মনে ভক্তি ও আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাতে সাহা্য্য করে। এধরনের উৎসব সমাজের বুকে ভ্ৰাতৃত্বের বন্ধন মজবুত করে সমাজে সম্প্ৰীতিও সহাবস্থানের বাঁধন সুদৃঢ় করে তোলে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com