ফ্লোরিডার যোগা স্টুডিওতে বন্দুকধারীর গুলিতে নিহত ২,আহত ৫

ফ্লোরিডার যোগা স্টুডিওতে বন্দুকধারীর গুলিতে নিহত ২,আহত ৫
Published on

গুয়াহাটিঃ জনৈক বন্দুকধারী ফ্লোরিডার একটি যোগা স্টুডিওতে আচমকা হানা দিয়ে গুলি চালালে দুই ব্যক্তির মৃত্যু হয়। গুলিতে অন্যান্য পাঁচজন আহত হন। যোগা স্টুডিওতে মানুষের ওপর গুলি চালানোর পর ওই বন্দুকধারী নিজের শরীরে গুলি করে আত্মহত্যা করে। এই ঘটনা ঘটে শুক্ৰবার সন্ধে বেলায়।

তল্লাহাসির পুলিশ প্ৰধান মাইকেল ডেলিও-র রিপোর্ট অনু্যায়ী,সন্দেহভাজন ওই বন্দুকধারী ছয় জন ব্যক্তিকে তাক করে গুলি চালায়। স্টুডিওতে ঢোকার পথে পিস্তল উঁচিয়ে আরও একজনকে গুলি করে। তল্লাহাসির একটি শপিং সেণ্টারে এই যোগা স্টুডিওটি রয়েছে।

পুলিশ প্ৰধান আরও জানান,এই ঘটনার পর বন্দুকধারী নিজের গায়েও গুলি চালায়। বন্দুকধারী এবং নিহতদের এখনও শনাক্ত করা যায়নি। গুলিবিদ্ধ আরও একজনের অবস্থা সম্পর্কে পরিষ্কার করে কিছু জানা যায়নি। পুলিশ এই ঘটনার ব্যাপারে আরও তদন্ত চালাচ্ছে। পুলিশ প্ৰধান ডিলিও আরও বলেন,এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত ও শোকাহত।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com