Begin typing your search above and press return to search.

বকোতে অবৈধ কয়লা বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত

বকোতে অবৈধ কয়লা বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 Feb 2019 1:28 PM GMT

বকোঃ নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও পড়শি রাজ্য মেঘালয় থেকে অসম হয়ে বেআইনিভাবে অন্য রাজ্যে কয়লা পরিবহণ পাচার করা হচ্ছে। মেঘালয় থেকে অবৈধভাবে কয়লা বহনকারী দুটি ট্ৰাক মঙ্গলবার সকালে বকো পুলিশ বাজেয়াপ্ত করে। প্ৰথম ঘটনায় একটি বলেরো পিকআপ(মহিন্দ্ৰ)এবং একটি টাটা ডিআই বাজেয়াপ্ত করে রকিবুল ইসলাম এবং মহম্মদ আলি নামে দুই ব্যক্তিকে গ্ৰেপ্তার করা হয়। এরা দুজনই সাইকাটা গ্ৰামের বাসিন্দা।

এব্যাপারে ৩৭৯/৪১১ ধারায় ১০২/১৯ নম্বরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। দ্বিতীয় ঘটনায় পুলিশ চার চাকার একটি কয়লা বোঝাই টাটা ট্ৰাক বাজেয়াপ্ত করে। এই ঘটনায় আলপাওয়াস শিয়াংশিয়াং নামে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করা হয় এবং বকো থানায় ৩৭৯/৪১১ ধারায় ১০১/১৯ নম্বরে একটি মামলা নথিভুক্ত করে পুলিশ। সূত্ৰটির মতে,মেঘালয়ের পূর্ব গারো পাহাড় জেলার মাংসাং থেকে অবৈধভাবে এই কয়লা পাচার করা হয়েছিল। বেআইনি কয়লা বোঝাই ট্ৰাকটি সিমনাগুড়ি ও শিলডুবি হয়ে অসমের কামরূপ জেলায় প্ৰবেশ করেছিল। চোরাই কাঠ ব্যবসায়ীরাই সাধারণত এই পথটি ব্যবহার করতো। কিন্তু এখন অবৈধ কয়লা পাচারের জন্য পথটি ব্যবহার করা হচ্ছে।

Next Story
সংবাদ শিরোনাম