
নির্মাণ কাজের খোঁজ নিয়ে মুখ্যমন্ত্ৰী এন এফ রেলের জেনারেল ম্যানেজার, জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ (এন এইচ এ আই) এবং অন্যান্য সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে ৩৭নং জাতীয় সড়কে নির্মীয়মাণ বগিবিল সেতু সংযোগী সড়ক উড়াল সেতুর কাজ এ বছর ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার আহ্বান জানান। সময়ের মধ্যে উড়াল সেতুর নির্মাণ সারতে প্ৰয়োজনীয় প্ৰযুক্তি ও জনশক্তিকে কাজে লাগাতে রেলকে অনুরোধ করেছেন তিনি।
সোনায়াল উল্লেখ করেন, দেশের দীর্ঘতম এই রেল-কাম সড়ক সেতুটি এই এলাকার অর্থনৈতিকে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা করার পাশাপাশি অরুণাচল প্ৰদেশের মানুষের সঙ্গে যোগসূত্ৰ স্থাপন করবে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সেতুটি উদ্বোধন করবেন-জানান সোনোয়াল।