বগীবিল সেতু উদ্বোধন করবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী

গুয়াহাটিঃ রাত পোহালেই উদ্বোধন হবে বগীবিল সেতু। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটবে মঙ্গলবার। এই সেতু উদ্বোধন কার্যসূচীকে কেন্দ্ৰ করে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এবং রাজ্যের পুলিশ প্ৰশাসনের কর্তাদের মধ্যে ব্যস্ততার সীমা নেই। কেন না বহু প্ৰতিক্ষীত এবং অসম তথা উত্তর-পূর্বাঞ্চলবাসীর স্বপ্নের বগীবিল সেতুর ওই দিন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী।
এই কার্যসূচীকে কেন্দ্ৰ করে পুলিশ প্ৰশাসনের রাতের ঘুম চলে গেছে। নিরাপত্তার ক্ষেত্ৰে কোনওরকমের খামতি রাখতে চাইচেন না নিরাপত্তাকর্মীরা। প্ৰধানমন্ত্ৰীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র অফিসাররা দুই তিনদিন ধরে ওই এলাকায় শিবির করে বসেছেন। উল্লেখ্য,জঙ্গি সংগঠনের ঘাটি হিসেবে পরিচিত ওই এলাকাটির নিরাপত্তা নিয়ে একপ্ৰকার চ্যালেঞ্জের মুখে পরেছেন নিরাপত্তাকর্মীরা। ব্ৰহ্মপুত্ৰের ওপর নির্মিত দেশের এই দীর্ঘতম রেল ও সড়ক সেতুটি-র দৈঘ্য হচ্ছে ৪.৯৪ কি.মি।সেতুটির ওপর তলায় থাকছে তিন ল্যানের সড়ক।
নিচের তলায় ব্ৰডগেজ। উল্লেখ্য,সেতুটি উদ্বোধনী অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী সঙ্গে থাকবেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী,অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল,রেল বিভাগের প্ৰতিমন্ত্ৰী রআজেন গোহাঁই,অরুণাচল প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডু। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। উল্লেখ্য,এই সেতুটি ডিব্ৰুগড়ের সঙ্গে অরুণাচল প্ৰদেশের ইটানগরে সংযুক্ত করবে। যাত্ৰী পথ কমাবে ৭০৫ কি.মি। পাশাপাশি ব্ৰহ্মপুত্ৰের দক্ষিণপারের সঙ্গে দক্ষিণ পার হয়ে ডিব্ৰুগড়ে যাওয়ার বিকল্প ভ্ৰসতম রেলপথে যাতায়াত সম্ভব হবে।