Begin typing your search above and press return to search.

বঙাইগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্ৰী

বঙাইগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  14 Sep 2018 11:20 AM GMT

বঙাইগাঁওঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার বঙাইগাঁও শহরের সন্ন্যাসী পাহাড়ে বঙাইগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস করেন। পরে শহরের জেলকাঝাড়ে এক জন সমাবেশে সোনোয়াল বলেন,সবুজে ঘেরা এলাকায় স্থাপন করতে চাওয়া এই ইঞ্জিনিয়ারিং কলেজটি আগামি দিনে একটা প্ৰথম সারির কারিগরি শিক্ষা প্ৰতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। মুখ্যমন্ত্ৰী সন্ন্যাসী পাহাড়ের কাছ ঘেঁষে থাকা পাঁচটি গ্ৰামের মানুষজনকে ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ চলাকালে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান জানান। তিনি শিক্ষা প্ৰতিষ্ঠানটি বিশ্ব মানের নির্মাণ করে প্ৰতিষ্ঠানের আশপাশ এলাকা পর্যটকদের আকর্ষণীয় স্থল হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। কলেজের অতিথিশালাটিও আধুনিক ও রুচিসম্মত করে গড়ার আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী।

Next Story
সংবাদ শিরোনাম