বজালিতে বন্যা পরিস্থিতি শোচনীয়

পাঠশালাঃ গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কলদিয়া,পহুমারা এবং দিওজারা নদীর জল কূল ছাপিয়ে বজালির বিভিন্ন পথঘাট এবং ফসলের জমি ভাসিয়ে দিয়েছে। কলদিয়ার প্ৰবল জলস্ফীতিতে আকায়া গ্ৰামের একটি বাঁধে ফাটল ধরায় আশপাশ এলাকায় ত্ৰাসের সৃষ্টি হয়েছে। বাঁধের প্ৰায় ৫০ মিটার এলাকা জুড়ে ফাটল ধরেছে। মদন রৌতা পূর্তপথে যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। ওই পথটি ভুটান সহ পাটাচারকুচি জাতীয় সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পথের বিভিন্ন স্থানে বন্যার জল গড়িয়ে যাচ্ছে। দিওজারা ও কলদিয়ার জলে দলৈগাঁও,পহলা বিচানকুচি,উলুয়া,আকায়া এবং নিত্যানন্দ গ্ৰামের শস্য খেত ডুবিয়ে দিয়েছে। পাটাচারকুচির শিব দুর্গা ধামও ভাসছে বন্যার জলে। জলের তলায় একটি হস্ততাঁত প্ৰশিক্ষণ কেন্দ্ৰ ও একটি হাঁস মুরগির খামার। ওদিকে পহুমারার জলে কেন্দুগুড়ি থেকে চাউলিয়াবারির মধ্যে পথের একটা অংশ ভাসিয়ে নেওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।