বজালি কলেজকে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে

বজালি কলেজকে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে
Published on

পাঠশালাঃ বরপেটা জেলার পাঠশালা স্থিত ঐতিহাসিক বজালি কলেজকে খুব শিগগিরই ভট্টদেব বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। সরকার এব্যাপারে ইতিমধ্যেই প্ৰক্ৰিয়া শুরু করেছে। বরপেটা ও নলবাড়ি জেলার ২৬টি কলেজকে(১৭টি বরপেটার এং ৯টি নলবাড়ির)ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হবে। রাজ্য সরকারের শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য সরকার ইতিমধ্যেই বিজ্ঞাপন দিয়েছে। বিশ্ববিদ্যালয়টি নির্মাণের জন্য ২.৬০ কোটি টাকার তহবিলও বরাদ্দ করেছে সরকার। বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজও শুরু হয়ে গেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পথ চেয়ে আছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com