
রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় গ্ৰাম সভার সদস্য,পঞ্চায়েত সভাপতি,আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য এবং জেলা পরিষদের সদস্য পদের জন্য নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার পর প্ৰতিটি রাজনৈতিক দলই বাপক তৎপরতা শুরু করেছে। কিন্তু শাসক দল বিজেপি-র শরিক অসম গণ পরিষদ(অগপ)৮৪নং বটদ্ৰবা কেন্দ্ৰে পৃথকভাবে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এ সম্পর্কে বটদ্ৰবা অগপ-র কেন্দ্ৰ সমিতির সভানেত্ৰী মামনি বরার পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে আঞ্চলিক দল অগপ পঞ্চায়েত নির্বাচনে কোনওভাবেই বিজেপির সঙ্গে গাটছড়া বাঁধবে না। বটদ্ৰবায় অগপ পৃথকভাবে নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য প্ৰস্তুতির কাজ গুটিয়ে এনেছে এবং প্ৰতিটি পঞ্চায়েতের জন্য প্ৰার্থী বাছাই প্ৰক্ৰিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে।