বটদ্ৰবায় বাইক চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

বটদ্ৰবায় বাইক চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা
Published on

নগাঁওঃ মরিগাঁও জেলার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন থেকে এক বাইক চোর রীতিমতো ত্ৰাস সৃষ্টি করেছিল। অবশেষে বটদ্ৰবার আমতলার একাংশ মানুষ হাতেনাতে ধরতে সক্ষম ওই চোরকে। ধৃত বাইক চোরের নাম মেহেদি আলম(২৪)। বাড়ি নগাঁওয়ের জুরিয়া থানা এলাকার পুব মুকুন্দআটিতে। জানা গিয়েছে সে মরিগাঁওয়ের লাহরিঘাটের বাসিন্দা আসাদুল ইসলাম মাত্ৰ তিনদিন আগে কিনেছিলেন ইয়ামাহা এফ জেড বাইকটি। একজন সতীর্থের সঙ্গে নগাঁও থেকে লাহরিঘাট যাবার সময় রাত ৯টা নাগাদ বটদ্ৰবার আমতলায় বাইক রেখে একটি হোটেলে ঢোকেন চা খেতে। ওই সময় মেহেদি আলম নম্বর প্লেটহীন বাইকটির তালা ভাঙার চেষ্টা করলে একজন লোক তা দেখে ফেলেন। এরপর স্থানীয় মানুষ চোরটিকে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়ে বটদ্ৰবা পুলিশের হাতে সমঝে দেন। পুলিশ চোরটিকে জেরা করছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com