বদরুদ্দিন আজমলের আচরণে ক্ষুণ্ণ বিভিন্ন মহল

বদরুদ্দিন আজমলের আচরণে ক্ষুণ্ণ বিভিন্ন মহল
Published on

পঞ্চায়েত নির্বাচনির ফলে ভেঙে পড়েছেন এআইইউডিএফ-এর সুপ্ৰিমো মওলানা বদরুদ্দিন আজমল। এরই জের তুললেন সংবাদ মাধ্যমের ওপর। হ্যাঁ,বুধবার দক্ষিণ শালমারা-মানকাছর জেলায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তারই নজির তুলে ধরলেন আজমল। মেজাজ হারালেন আজমল। সাংবাদিকের এক প্ৰশ্নের জবাব দিতে গিয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর ও অগনতান্ত্ৰিক শব্দ প্ৰয়োগ করেছেন বলে অভিযোগ উঠছে। এদিকে আজমলের আচরণে ক্ষুব্ধ বিভিন্ন মহল।

সাংবাদিক সংস্থার তরফে আজমলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। বৃহস্পতিবার আজমলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্ছার হয়েছে সংবাদ মাধ্যমের বিভিন্ন সংস্থাগুলি। এমনকি,সাংবাদিক সম্মেলনে ভিডিওটিও ভাইরেল হয়েছে। উল্লেখ্য,এক সাংবাদিক আজমলকে প্ৰশ্ন করেছিলেন,তাঁর দল বিজেপি না কংগ্ৰেস,কার সঙ্গে জোট গথন করবে? এই প্ৰশ্নতাই আজমলকে বেশি ক্ৰোধান্বিত করে তোলে।

আজমলকে দেখা গিয়েছে মাইক্ৰফোন ছুরে দিতে। এমনকি সাংবাদিককে বিভিন্ন আপত্তিকর বলতেও ছাড়েনি আজমল। তাছাড়া অসমিয়া ভাষায় তিনি সাংবাদিককে গালি-গালাজ করতে গিয়ে বলেন,‘মাথা ফালি দিম’। তবে একজন জনপ্ৰতিনিধি হিসেবে আজমলের এহেন আচরণে ক্ষুণ্ণ বিভিন্ন মহল। এদিকে,আজমলের এধরনের আচরণের প্ৰতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন সাংবাদিক সংস্থা মুখে কালো কাপোর বেঁধে প্ৰতিবাদি কার্যসূচী রূপায়ণ করছে। অন্যদিকে,এহেন আচরণের জন্য নিজের ভুল স্বীকার এবং ক্ষমা চেয়েছেন আজমল। গতকাল,বুধবার গভীর রাতে আজমল নিজের ট্যুইটারের মাধ্যমে এই ঘটনায় দুঃখ প্ৰকাশ করেন এবং ক্ষমা প্ৰার্থনা করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com