Begin typing your search above and press return to search.

বনধের বিরুদ্ধে আইন প্ৰণয়নের আর্জি বিধায়ক মৃণাল শইকিয়ার

বনধের বিরুদ্ধে আইন প্ৰণয়নের আর্জি বিধায়ক মৃণাল শইকিয়ার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 July 2018 2:18 PM GMT

গুয়াহাটিঃ রাজ্যে বিভিন্ন সংগঠনের ডাকা বনধ সংস্কৃতির বিরুদ্ধে সরব হলেন খুমটাইয়ের বিধায়ক মৃণাল শইকিয়া। বনধের বিরুদ্ধে একটা জুতসই আইন প্ৰণয়ন করতে শইকিয়া মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের কাছে আর্জি জানান। এধরনের আইন প্ৰণয়ন সম্পর্কে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে শইকিয়া অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামীর কাছেও অনুরূপ প্ৰস্তাব রাখেন। শইকিয়া মনে করেন,রাজ্যে অসাংবিধানিক ও অবৈধ বনধ ডাকার বিরুদ্ধে আইন প্ৰণয়নের এটাই চূড্ৰান্ত সময়। বিধানসভার গত বাজেট অধিবেশনে শইকিয়া এই ইস্যুটি উত্থাপন করেছিলেন। শইকিয়া বলেন,গৃহমন্ত্ৰক তাঁকে বলেছে বনধের বিরুদ্ধে একটি বিলের খসড়া প্ৰস্তুত করা হয়েছে। বিধানসভার আগামি অধিবেশনে বিলটি আইনি রূপ দেওয়ার জন্য তিনি অধ্যক্ষকে অনুরোধ জানান।

Next Story
সংবাদ শিরোনাম