বনধ সংস্কৃতির বিরুদ্ধে আইন আনার পক্ষপাতী হিমন্ত

বনধ সংস্কৃতির বিরুদ্ধে আইন আনার পক্ষপাতী হিমন্ত
Published on

গুয়াহাটিঃ রাজ্যের অর্থ,স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা রবিবার বলেছেন,বনধ ডাকা নিষিদ্ধ করতে তিনি রাজ্য মন্ত্ৰিসভায় একটি প্ৰস্তাব আনবেন। শর্মা বলেন,কোনও ধরনের বনধ তিনি সমর্থন করেন না এবং মনে করেন যে কোনও সংগঠনের ডাকা বনধ বানচাল করতে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন,গৌহাটি হাইকোর্ট ইতিমধ্যেই বনধ ডাকা বেআইনি ঘোষণা করেছে। তাই বনধ নিষিদ্ধ করতে রাজ্য সরকারেরও পদক্ষেপ গ্ৰহণ করা প্ৰয়োজন বলে তিনি মনে করেন।

বিজেপি কোনও বনধ ডাকলে তিনি সমর্থন করবেন কি না প্ৰশ্ন করা হলে অর্থমন্ত্ৰী শর্মা সরাসরি জবাব এড়িয়ে গিয়ে বলেন,তিনি ব্যক্তিগতভাবে বনধ সংস্কৃতিকে সমর্থন করেন না। শর্মা প্ৰচার মাধ্যমকে বনধ সম্পর্কিত খবরে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com