Begin typing your search above and press return to search.

বনভোজের ক্ষেত্ৰে গুয়াহাটি মহানগর প্ৰশাসনের কঠোর নির্দেশনা

বনভোজের ক্ষেত্ৰে গুয়াহাটি মহানগর প্ৰশাসনের কঠোর নির্দেশনা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 Dec 2018 11:00 AM GMT

শীতের আমেজে এখন চারিদিকে বনভোজের আনন্দ। সমস্ত বন ভোজের জায়গায় এখন লোকেলোকারণ্য। শীত আসার সাথে সাথে বিভিন্ন বনভোজ স্থানে এখন ভিড় বাড়তে শুরু করেছে। এদিকে স্কুল-কলেজে এখন শীতকালীন ছুটি চলছে। ফলেছোট থেকে বড় সবারই উৎসাহের অন্ত নেই। মহানগর প্রশাসন তরফে নির্দেশনা জারি করা হয়েছে ।

বিকেলের মধ্যে শেষ করতে হবে সমস্ত বনভোজ। দীপর বিলের আশপাশে ব্যবহার করতে পারবে না উচ্চ প্রাবল্যের শব্দ। উল্লেখ্য,দীপরবিলের আশপাশে বনভোজের জন্য জন্য প্রচুর লোকের সমাগম হয়। এই বিলে শীতের সময় নানা স্থান থেকে পাখিরা আসতে শুরু করে ধীরে ধীরে। শব্দ দূষণের জন্য বর্তমানে পাখির আশা অনেকটাই কমে গেছে।

মহানগরীর গায়ে লাগে থাকা দীপরবিলের পারে প্রত্যেক বছরই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বনভোজ খেতে প্রচুর লোকের সমাগম হয়। কিন্তু বন ভোজ খেয়ে লোকেরা যাতে পরিবেশ অক্ষুণ্ণ রাখে। শুধু তাই নয়, দীপর বিল-এর নয়নাভিরাম সৌন্দর্য অক্ষুন্ন রেখে স্বচ্ছ পরিবেশ বজায় রেখে শৃঙ্খলাবদ্ধভাবে ফিরে যেতে পারে তার জন্য প্রশাসন তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ দিকে ,নজর রেখে প্রশাসন দীপর বিলে উচ্চ শব্দ ব্যবহার করতে মানা করেছে প্রশাসন। জনসাধারণের প্রতি লক্ষ্য রেখে কামরূপ জেলা প্রশাসনের এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। বনভোজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Next Story
সংবাদ শিরোনাম