বন্যাবিধস্ত কেরল সরকারকে ৩ কোটি টাকা সাহায্য দিচ্ছে অসম

বন্যাবিধস্ত কেরল সরকারকে ৩ কোটি টাকা সাহায্য দিচ্ছে অসম
Published on

গুয়াহাটিঃ অসম সরকার বন্যাবিধস্ত দক্ষিণী রাজ্য কেরলের বন্যা দুর্গতদের জন্য কেরল সরকারকে ৩ কোটি টাকা সাহায্য দিচ্ছে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার একথা ঘোষণা করেছেন। চলতি সর্বগ্ৰাসী বন্যায় কেরলের সর্বত্ৰ দুর্যোগের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন এনজিও,সরকারি সংস্থা,সেনাবাহিনী ও বিশেষ করে জেলে সম্প্ৰদায়ের মানুষ দিন রাত জলবন্দিদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বন্যায় ক্ষতিগ্ৰস্তদের ৭,২৪,৬৪৯ জনকে ৫,৬৪৫টি ত্ৰাণ শিবিরে আশ্ৰয় দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে বৃষ্টির প্ৰকোপ অনেকটা হ্ৰাস পেয়েছে। তবে বিভিন্ন স্থানে এখনও জল থৈথৈ করছে। যেদিকেই তাকানো যাচ্ছে শুধু জল আর জল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com