বন্যা বিধ্বস্ত রাজ্যকে সাহায্যের আশ্বাস প্ৰধানমন্ত্ৰীর

বন্যা বিধ্বস্ত রাজ্যকে সাহায্যের আশ্বাস প্ৰধানমন্ত্ৰীর
Published on

বন্যাবিধ্বস্ত রাজ্যগুলিকে সবধরনের সাহায্য দেবে কেন্দ্ৰ। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার নিতি আয়োগের পরিচালনা পরিষদের চতুর্থ বৈঠকে ভাষণদানকালে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্ৰী ও সরকারি কর্মকর্তাদের এই আশ্বাস দেন। অসমের মুখ্যমন্ত্ৰী সোনোয়াল এদিন রাজ্যের সমস্যা ও উন্নয়নের ছবিও সভায় তুলে ধরেন। মুখ্যমন্ত্ৰী রাজ্যের আর্থিক চিত্ৰ তুলে ধরে বলেন,১৫-১৬ সালে রাজ্যে রাজস্ব সংগ্ৰহের পরিমাণ ছিল ১২,৮৪৭ কোটি টাকা। ১৭-১৮ বর্ষে তা বেড়ে দাঁড়ায় ১৫,৭৭৬ কোটি টাকা। ফ্ল্যাগশিপ প্ৰকল্প রূপায়ণের প্ৰসঙ্গেও বলেন-সোনোয়াল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com