Begin typing your search above and press return to search.

বন্যা বিধ্বস্ত রাজ্যকে সাহায্যের আশ্বাস প্ৰধানমন্ত্ৰীর

বন্যা বিধ্বস্ত রাজ্যকে সাহায্যের আশ্বাস প্ৰধানমন্ত্ৰীর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Jun 2018 2:01 PM GMT

বন্যাবিধ্বস্ত রাজ্যগুলিকে সবধরনের সাহায্য দেবে কেন্দ্ৰ। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার নিতি আয়োগের পরিচালনা পরিষদের চতুর্থ বৈঠকে ভাষণদানকালে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্ৰী ও সরকারি কর্মকর্তাদের এই আশ্বাস দেন। অসমের মুখ্যমন্ত্ৰী সোনোয়াল এদিন রাজ্যের সমস্যা ও উন্নয়নের ছবিও সভায় তুলে ধরেন। মুখ্যমন্ত্ৰী রাজ্যের আর্থিক চিত্ৰ তুলে ধরে বলেন,১৫-১৬ সালে রাজ্যে রাজস্ব সংগ্ৰহের পরিমাণ ছিল ১২,৮৪৭ কোটি টাকা। ১৭-১৮ বর্ষে তা বেড়ে দাঁড়ায় ১৫,৭৭৬ কোটি টাকা। ফ্ল্যাগশিপ প্ৰকল্প রূপায়ণের প্ৰসঙ্গেও বলেন-সোনোয়াল।

Next Story
সংবাদ শিরোনাম