গুয়াহাটিঃ বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য বন বিভাগের কাজকর্ম জোরদার করার লক্ষ্যে বিভাগীয় প্ৰশাসনে বেশকিছু পরিবর্তন আনার ব্যবস্থা হাতে নিয়েছেন। রাজস্ব ও রাজ্য পুলিশের সহযোগিতায় বিভাগের কাজকর্মে থাকা বিশৃঙ্খলা দুর করে একটা পরিশোধিত ব্যবস্থা গ্ৰহণে বিশেষ টিম গঠন করা হয়েছে। কাছাড় জেলায় ওই টিম ইতিমধ্যেই কাজে নেমেছে। টিমের তত্ত্বাবধানে খনিজ সামগ্ৰী বহনে ব্যবহৃত গাড়িগুলোকে আইডেনটিটি কার্ড দেওয়া হবে। খনিজ সামগ্ৰী বহনকারী হাল্কা গাড়িগুলোকে এখন থেকে বনবিভাগের কাছে রেজিস্টার করাতে হবে।
Begin typing your search above and press return to search.