বরদুমসায় আগুনে পুড়লো সাতটি দোকান

বরদুমসায় আগুনে পুড়লো সাতটি দোকান
Published on

বরদুমসাঃ অরুণাচল প্ৰদেশের চাংলেং জেলার বরদুমসায় বৃহস্পতিবার সাতসকালে আগুন লেগে কমপক্ষে ৭টি দোকান পুড়ে যায়। ডিগবয় থেকে বরদুমসায় দূরত্ব প্ৰায় ৩৬ কিলোমিটার। বিধ্বংসী আগুনে কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়। শহরের অজাতশত্ৰু পার্কের সামনে এই অগ্নিকাণ্ড সংঘঠিত হয়। কাছে থাকা ২৩ সিওয়াই পাঞ্জাব রেজিমেন্টের মেজর নীলেশ এবং ১৮৬নং সিআরপিএফ-এর ইন্সপেক্টর চন্দ্ৰেশ্বর প্ৰসাদের নেতৃত্ব জওয়ানরা এগিয়ে আসেন আগুন নেভাতে। স্থানীয় মানুষও ঝাঁপিয়ে পড়েন আগুন বাগে আনতে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে জনগণের সন্দেহ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com