টংলাঃ বিলুপ্তপ্ৰায় ক্ষুদ্ৰাকার প্ৰকৃতির শূকর সংরক্ষণে বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। এই প্ৰজাতির ছটি শূকর গত ১ জুন ওদালগুড়ির বরনদী অভয়ারণ্যে মুক্ত বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। দুই থেকে তিন বছর বয়সী এই শূকরগুলির মধ্যে ৩টি পুরুষ ও ৩টি স্ত্ৰী।
Begin typing your search above and press return to search.