বরনদী অভয়ারণ্যে ছাড়া হলো বিলুপ্ত প্ৰজাতির ছটি শূকর

বরনদী অভয়ারণ্যে ছাড়া হলো বিলুপ্ত প্ৰজাতির ছটি শূকর
Published on

টংলাঃ বিলুপ্তপ্ৰায় ক্ষুদ্ৰাকার প্ৰকৃতির শূকর সংরক্ষণে বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। এই প্ৰজাতির ছটি শূকর গত ১ জুন ওদালগুড়ির বরনদী অভয়ারণ্যে মুক্ত বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। দুই থেকে তিন বছর বয়সী এই শূকরগুলির মধ্যে ৩টি পুরুষ ও ৩টি স্ত্ৰী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com