বরপেটায় রেলওয়ে ওভারব্ৰিজের শিলান্যাস করলেন সোনোয়াল

বরপেটায় রেলওয়ে ওভারব্ৰিজের শিলান্যাস করলেন সোনোয়াল

Published on

বরপেটাঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শুক্ৰবার বরপেটারোডে একটি রেলওয়ে ওভার ব্ৰিজের শিলান্যাস করেন। উড়াল সেতুটি মানস জাতীয় উদ্যান ও বরপেটারোডের মধ্যে সংযোগ স্থাপন করবে। প্ৰকল্পটি নির্মাণে কেন্দ্ৰ ৩০.৭৪ কোটি ও রাজ্য সরকার ১০.১৩ কোটি টাকা দেবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com