বরাকের পাঁচ কৃতী মেধা তালিকায়

বরাকের পাঁচ কৃতী মেধা তালিকায়
Published on

শিলচর রামানুজ গুপ্ত কলেজের ৩ছাত্ৰ,হাইলাকান্দি জুনিয়র কলেজের ১জন উচ্চ মাধ্যমিকে প্ৰথম দশে ঠাঁই পেয়েছেন।রামানুজের পৃথ্বীরাজ দে বিজ্ঞানে ৪র্থ,সায়ন পাল ও কুন্তলা গুপ্ত ক্ৰমে ষষ্ঠ ও ৭ম স্থান পান বাণিজ্যে।হাইলাকান্দির যশ সারদা বাণিজ্যে ৮ম,করিমগঞ্জের মহম্মদ সাকিল আখতার বিজ্ঞানে ৮ম হন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com