Begin typing your search above and press return to search.
বরাকে বন বিভাগের সিণ্ডিকেট নিয়ে সরব বিধায়ক আনোয়ার হুসেইন লস্কর

‘পাথর ও বালুর সিণ্ডিকেটে জড়িত রয়েছেন রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য।’-এ ই অভি্যোগ উত্থাপন করলেন হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হুসেইন লস্কর। সোমবার দিশপুরে বিধায়ক আবষে সাংবাদিক সম্মেলনে মন্ত্ৰী শুক্লবৈদ্যকে আক্ৰমণের লক্ষ্য করে নিয়ে তিনি বলেন,চিণ্ডিকেটে জড়িত রয়েছেন বনমন্ত্ৰী। ডিমা-হাসাও থেকে বরাক উপত্যকা্য যাওয়া ট্ৰাকগুলি থেকে মন্ত্ৰীও ভাগ পান। কিন্তু সিণ্ডিকেটের বোঝা বহণ করতে হচ্ছে বরাকবাসীর। অন্যদিকে তিনি এ-ও বলেন,বরাকে এহেন সিণ্ডিকেটরাজ নিয়ে বেশ কয়েকবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালকে অবগত করেছি। যদিও কোনও পদক্ষেপ নেয়নি।
Next Story