বরাক উপত্যকায় ভোট গণনা চলছে কৎচ্ছপের গতিতে

সমগ্ৰ রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় এবারের পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্ৰেস,বিজেপি,এআইইউডিএফ,অগপ ইত্যাদি প্ৰার্থীর মধ্যে। জানা গেছে করিমগঞ্জে জেলা পরিষদ কংগ্ৰেস গঠন গঠন করাটা নিশ্চিত। মোট ২০টি আসনের মধ্যে ১১টিতে জিতেছে কংগ্ৰেস। অপর একটি আসনে মাত্ৰ ২৪টি ভো্টকে কেন্দ্ৰ করে বিতর্ক সৃষ্টি হওয়া ফলাফল আটকে রাখা হয়েছিল। ৩টি আসনে কংগ্ৰেসের জয়ের সম্ভাবনা রয়েছে। ১টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এআইইউডিএফ-এর। তবে ভোট গণনা এখনও চলছে।
অন্যদিকে ৯৫টি গ্ৰাম পঞ্চায়েত সভাপতি পদের মধ্যে ৬৫টিতে ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ৫টি পঞ্চায়েত সভাপতি পদ এআইইউডিএফ প্ৰার্থীর হাতে গেছে। তাছাড়া ৩৭টি কংগ্ৰেস এবং ২১টিতে বিজেপি জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। যদিও নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্দল জিতেছে ২টিতে। পাশাপাশি আঞ্চলিক সদস্যের পদে কংগ্ৰেস ৪৯টি,বিজেপি ২১টি,এআইইউডিএফ ৬টি ও নির্দল ২টি আসনে জয়ী হওয়ার খবর মিলেছে।
উল্লেখ্য,ভোট গণনাকে কেন্দ্ৰ করে করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সমর্থকের মধ্যে হাতহাতি হয়। তবে পরিস্থিতি বেগতিক হওয়ার পূর্বেই ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে কাছাড় জেলার পঞ্চায়েত ভোট গণনায় খুবই ঢেলেমি হচ্ছে। গণনা প্ৰক্ৰিয়া ধিরে ধিরে হওয়ায় সব শ্ৰেণির মানুষের মধ্যে বেশ প্ৰতিক্ৰীয়ার সৃষ্টি হচ্ছে। প্ৰাপ্ত খবর অনুযায়ী ঘোষিত ৪৪টি গ্ৰাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ২৪টি,কংগ্ৰেস ১৬টি এবং অন্যান্য ৪টিতে জিতেছে।
আঞ্চলিক পঞ্চায়েত পদে ঘোষিত ৪২টি পদের বিজেপি ২৬টি ও কংগ্ৰেস ১১টি আসন পেয়েছে,অন্যান্য ৫টি। উল্লেখ্য,হাইলাকান্দিতে এখনপ পর্যন্ত ৬টি জেলা পরিষদ আসনের মধ্যে ৩টিতে এআইইউডিএফ ও ৩টি বিজেপি জিতেছে। উল্লেখ্য বরাক উপত্যকা এখনও ভোট গণনা চলছে। জানা গেছে হাইলাকান্দিতে রাজ্যের প্ৰধান আঞ্চলিক দল অসম গণ পরিষদের ১ জন প্ৰার্থী জয়ী হয়েছেন।