শিলচরঃ অববাহিকা অঞ্চলে ভারী বৃষ্টির জন্য বরাক ও শাখা নদীগুলির জল ফুলেফেঁপে উঠেছে। উপত্যকার বিভিন্ন নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে। বহু বাড়ি ও খেতের ফসল ডুবে গেছে। হাইলাকান্দি জেলায় ধলেশ্বরী ও কাটাখালের কূল ছাপানো জলে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। পাথারকান্দি ও নিলামবাজারের মধ্যে ৬নং জাতীয় সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় বরাক উপত্যকা ও ত্ৰিপুরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে বরাকের জল বাড়ছে। বরাকে ২১টি ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
Begin typing your search above and press return to search.