Begin typing your search above and press return to search.

বর্তমান ফর্মে থাকা নাগরিকত্ব বিলে সমর্থন করবে না মণিপুরঃ বীরেন সিং

বর্তমান ফর্মে থাকা নাগরিকত্ব বিলে সমর্থন করবে না মণিপুরঃ বীরেন সিং

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Jan 2019 12:44 PM GMT

ইম্ফলঃ মণিপুরের মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং রবিবার উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠনের(নেসো)একটি প্ৰতিনিধিদলকে বলেছেন,নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ বর্তমানে যে ফর্মে রয়েছে তাঁর সরকার তার বিরোধী।

মুখ্যমন্ত্ৰী বীরেন সিঙের সঙ্গে সাক্ষাৎকালে নেসোর প্ৰতিনিধিদলটির নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক এস প্ৰকাশ। ছাত্ৰ নেতা প্ৰকাশ বলেন,সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্ৰী তাদের আশ্বাস দিয়েছেন যে এই অঞ্চলের মানুষের সুরক্ষায় শর্ত না রাখা পর্যন্ত মণিপুর সরকার এই বিলের বিরোধিতা করে যাবে।

প্ৰতিনিধিদলটির সঙ্গে কথা বলার সময় বীরেন সিং এই অঞ্চলের সব মুখ্যমন্ত্ৰী ও কেন্দ্ৰীয় নেতাদের মধ্যে আসন্ন বৈঠকে এব্যাপারে আপত্তি করবেন বলে জানান এবং মণিপুর পিপলস(প্ৰোটেকশন)বিল ২০১৮ অনুমোদন করার জন্য কেন্দ্ৰের কাছে আর্জিও জানাবেন বলে উল্লেখ করেন।

উল্লেখ্য,নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরুদ্ধে প্ৰতিবাদে নেসো সারা উত্তর পূর্বাঞ্চলে আন্দোলন কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম