Begin typing your search above and press return to search.
বহু কোটি টাকার লুইস বার্জার কেলেংকারির তদন্তে সিবিআই টিম গুয়াহাটিতে

গুয়াহাটিঃ বহু কোটি টাকার লুইস বার্জার উৎকোচ কেলেংকারির গভীরে তদন্ত করতে কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরোর(সিবিআই)একটি দল বর্তমানে গুয়াহাটিতে আস্তানা গেড়েছে। সিবিআই-র দুর্নীতি বিরোধী শাখার এসপি রাজীব রঞ্জনের নেতৃত্বে এই নিয়ে দ্বিতীয়বার কেলেংকারির তদন্ত করতে তারা গুয়াহাটিতে এলো। তদন্তকারী সংস্থাটি গত বছরই বহু কোটি টাকার লুইস বার্জার কেলেংকারির তদন্ত শুরু করেছিল। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর একটি মামলা নথিভুক্ত করে সিবিআই এই কেলেংকারির তদন্তে নেমেছিল গৌহাটি হাইকোর্টের এক রায়ের পরিপ্ৰেক্ষিতে। ২০১৭-র ১ সেপ্টেম্বর গৌহাটি হাইকোর্ট আরটিআই কর্মী ভবেন সন্দিকৈর দাখিল করা এক জনস্বার্থ সম্পর্কিত মামলার রায়ে সিবিআইকে ওই কেলেংকারির তদন্ত করার নির্দেশ দিয়েছিল।
Next Story