বহু জল্পনার অবসান,অবশেষে অগপ,বিজেপি ও বিপিএফ জোট একসঙ্গে লড়ছে লোকসভা নির্বাচনে

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)ভারতীয় জনতা পার্টি(বিজেপি)এবং বোড়োল্যান্ড পিপলস ফ্ৰণ্ট(বিপিএফ)রাজ্যের আসন্ন লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়ছে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় অগপ কিছুদিন আগে বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। অগপ-র তিনজন মন্ত্ৰী অতুল বরা,কেশব মহন্ত ও ফণীভূষণ চৌধুরী ইস্তফা দিয়েছিলেন জোট মন্ত্ৰিসভায়। কিন্তু মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল তাঁদের পদত্যাগ পত্ৰ রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠাননি,তিন অগপ মন্ত্ৰীর জোট মন্ত্ৰিসভায় ফিরে আসার অপেক্ষায়। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার দিল্লিতে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে রাজ্যে অগপ-বিজেপি-র মধ্যে ফের জোট গড়ার তৎপরতা শুরু হয়। দুই দলের মধ্যে আলাপ-আলোচনা চলতে থাকে। অগপ ও বিজেপি-র শীর্ষ নেতারা দুই দলের জোট গড়া সম্ভব নয় বলে মুখে বললেও ভিতরে ভিতরে আলোচনা কিন্তু চলছিল।
অবশেষে বিজেপি-র সাধারণ সম্পাদক রাম মাধব মঙ্গলবার গুয়াহাটি এসে দুই দলের ফের জোট গড়া নিয়ে আলোচনায় বসেন। এই আলোচনা ফলপ্ৰসূ হয়। ফের জোট গড়ার পর অগপ বিধান পরিষদীয় দলের নেতারা আজ ব্ৰহ্মপুত্ৰ রাজ্য অতিথিশালায় মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পদত্যাগ পত্ৰ প্ৰত্যাহার করে নিতে অগপ-র তিন মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎ করেন। অচিরেই পদত্যাগী তিনমন্ত্ৰী তাঁদের দায়িত্বভার বুঝে নেবেন। লোকসভার তিনটি আসন ছাড়াও রাজ্যসভার একটি আসনে অগপ-র লড়া নিয়ে বৈঠকে আলোচনা হয়। তাছাড়া ১৫ মার্চ দুই দলের মধ্যে আরও একদফা বৈঠক হবে।
রাজ্য অতিথিশালায় আয়োজিত এই বৈঠক অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিত দাস উপস্থিত ছিলেন। সূত্ৰটি জানিয়েছে,লোকসভার ১৪টি আসনের মধ্যে অগপ ৩টি,বিজেপি ১০ ও বিপিএফ-১টি আসনে লড়তে পারে।
কলিয়াবর,বরপেটা এবং ধুবড়ি আসনে অগপকে দেওয়ার প্ৰস্তাব রেখেছে বিজেপি। তবে অগপ গুয়াহাটি অথবা মঙ্গলদৈ আসনটি চাইছে। রাজ্যসভার একটি আসনে লড়ারও প্ৰস্তাব রেখেছে অগপ। জোটের লক্ষ্য হচ্ছে ১৪টি আসনের মধ্যে নিদেন পক্ষে ১২টিতে জয় হাসিল করা।
মঙ্গলবার রাতে হোটেল রেডিসন ব্লুতে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে উভায় দলের বৈঠকে ফের জোটে ফেরার সিদ্ধান্ত পাকা হয়। কংগ্ৰেসকে হারানোই জোটের উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। অগপ ফের বিজেপির সঙ্গে জোটে ফিরে আসায় অসমের জন্য আজকের দিনটি ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।