বাঁধ মেরামতির কাজে তদারকি বিশেষজ্ঞ দলের

বাঁধ মেরামতির কাজে তদারকি বিশেষজ্ঞ দলের
Published on

কলাইগাঁওঃ জল সম্পদ বিভাগের একটি বিশেষজ্ঞ দল শনিবার কলাইগাঁওয়ের রূপাতলে নোয়া নদীর ক্ষতিগ্ৰস্ত বাঁধ মেরামতির কাজে তদারকি করলেন। বিভাগটি ওখানে বাঁধ মেরামতের কাজ করছে। ২০১৫ সালে প্ৰচণ্ড বৃষ্টিতে নোয়া নদীর প্ৰবল জলস্ফীতিতে ওই এলাকাটি প্লাবিত হয় এবং বাঁধটিও ভেঙে ফেলে। বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে প্ৰতিবছরই এলাকার মানুষ প্ৰচণ্ড দুর্ভোগ ভুগছিলেন। তবে গত ৪ সপ্তাহ ধরে বাঁধ মেরামতির কাজ পূর্ণোদ্যমে চলছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com