Begin typing your search above and press return to search.

বাংলাদেশিদের দীর্ঘ মেয়াদি ভিসা ইস্যু করা নিয়ে কেন্দ্ৰের প্ৰস্তাব প্ৰত্যাখ্যান করল অগপ

বাংলাদেশিদের দীর্ঘ মেয়াদি ভিসা ইস্যু করা নিয়ে কেন্দ্ৰের প্ৰস্তাব প্ৰত্যাখ্যান করল অগপ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Sep 2018 11:56 AM GMT

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় উঠে আসা দশ শতাংশ নামের নমুনা পুনঃপরীক্ষার জন্য সুপ্ৰিমকোর্টের প্ৰস্তাবের প্ৰশংসা করলেও অগপ বাংলাদেশিদের জন্য বিশেষ করে অসমে দীর্ষ মেয়াদি ভিসা ইস্যু করা নিয়ে কেন্দ্ৰের প্ৰস্তাবটি সরাসরি প্ৰত্যাখ্যান করেছে। দল সভাপতি তথা মন্ত্ৰী অতুল বরার পৌরোহিত্যে শুক্ৰবার গুয়াহাটির আমবাড়িতে আঞ্চলিক দলটির কেন্দ্ৰীয় কার্যনির্বাহী কমিটির সম্প্ৰসারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দলের কার্যনির্বাহী সভাপতি তথা মন্ত্ৰী কেশব মহন্ত,মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত এবং দলের অন্যান্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর চরম বিরোধী আঞ্চলিক দল অগপর মতে বিদেশির বোঝা কাঁধে নিয়ে রাজ্য এমনিতেও চাপে রয়েছে। তাই এই সময়ে কোনও রাজ্যে বাংলাদেশিদের জন্য দীর্ষ মেয়াদি ভিসা ইস্যুটি রূপায়ণের বিষয় মেনে নেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ দেখতে পাচ্ছে না অগপ। এর পরিপ্ৰেক্ষিতে অগপ-সংসদের আসন্ন শীত অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর বিরুদ্ধে অন্যান্য আঞ্চলিক ও জাতীয় দলের ওপর চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে।

বিলের বিরুদ্ধে সংসদের শীত অধিবেশনের সময় দিল্লিতে প্ৰতিবাদ জানানোর কিছু কর্মসূচি হাতে নিয়েছে অগপ। আঞ্চলিক দলটি মনে করে বাংলাদেশিদের দীর্ঘ মেয়াদি ভিসা ইস্যু করা হলে তারা এর থেকে ফায়দা তোলার চেষ্টা করবে এবং এতে অসমের পরিস্থিতি বিগড়ে যাবে। এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় উঠে আসা দশ শতাংশের নামের সেম্পল রি-ভেরিফিকেশনের যে প্ৰস্তাব সুপ্ৰিমকোর্ট রেখেছে তাকে স্বাগত জানিয়ে অগপ বলেছে,দল বাংলাদেশি মুক্ত একটা নির্ভুল এনআরসি চায়।

Next Story