গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)২০১৯-এ দেশে সাধারণ নির্বাচনের আগে অসমের জন্য অবৈধ বিদেশি মুক্ত একটা ভোটার তালিকা প্ৰকাশ করতে সোমবার নির্বাচন কমিশনের(ইসি)কাছে আর্জি জানিয়েছে। দিল্লিতে গতকাল নির্বাচন কমিশন ও ভারতের সব রাজনৈতিক দলের মধ্যে এক বৈঠকের সময় ওই দাবি জানানো হয়। অগপর হয়ে বৈঠকে প্ৰতিনিধিত্ব করেন দলের বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতা এবং সাধারণ সম্পাদক কমলা কান্ত কলিতা।
রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের শরিক অগপ নির্বাচন কমিশনকে বলেছে যে রাজ্যের বর্তমান ভোটার তালিকায় ব্যাপক সংখ্যক বাংলাদেশির নাম ঢুকে থাকার সন্দেহ অমূলক নয়। কারণ গত কয়েক দশক ধরে রাজ্য অবৈধ অনুপ্ৰবেশ সমস্যায় ভুগছে। দল রাজ্যে বিদেশি মুক্ত ভোটার তালিকা প্ৰকাশের গুরুত্ব সম্পর্কে কমিশনকে বোঝাবার চেষ্টা করে এদিনের বৈঠকে। দল কমিশনকে বলেছে,অসমের স্থানীয় মানুষের অস্তিত্ব বাঁচাতেই বিদেশি মুক্ত ভোটার তালিকা প্ৰকাশ জরুরি। দেশে অবাধ ও মুক্ত নির্বাচনে অর্থের অপব্যবহার ও বাহুবল প্ৰয়োগের বিষয়েও উৎকন্ঠা ব্যক্ত করেছেন অগপ নেতারা। নির্বাচনে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়েও ইসি-র বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এদিন।