সংবাদ শিরোনাম
বাংলাদেশের জমি দখল করে অনুপ্ৰবেশকারীদের সংস্থাপন চান তোগাড়িয়া
গুয়াহাটিঃ পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই বুধবার গুয়াহাটিতে এলেন আন্তঃরাষ্ট্ৰীয় হিন্দু পরিষদের(এএইচপি)সভাপতি প্ৰবীণভাই তোগাড়িয়া। কট্টর হিন্দুত্ববাদের পথে না গিয়ে তিনি বলেন,অসমে অবৈধভাবে বসবাসকারী ৫০ লক্ষ অনুপ্ৰবেশকারীকে বাংলাদেশ ফিরিয়ে নিতে অস্বীকার করলে ভারতীয় সেনারা পড়শি দেশের একটা অংশ দখল করে এই সব লোকেদের সেখানে সংস্থাপনের ব্যবস্থা করা উচিত। সাংবাদিকদের তিনি বলেন,অনুপ্ৰবেশকারীদের কোনও ওয়ার্ক পারমিট ইস্যু করা উচিত হবে না। বর্তমান পরিস্থিতি ও এনআরসির খসড়া প্ৰকাশ ইত্যাদি বিষয়ের প্ৰতি লক্ষ্য রেখে অসম পুলিশ রাজ্যে দুমাসের জন্য তোগাড়িয়ার জনসভা নিষিদ্ধ করেছিল।