বাংলা সাহিত্যে আরও এক স্তম্ভ দিব্যেন্দু পালিত প্ৰয়াত

বাংলা সাহিত্যে আরও এক স্তম্ভ দিব্যেন্দু পালিত প্ৰয়াত
Published on

বৃহস্পতিবার প্রয়াত হলেন বাংলা সাহিত্যের অন্যতম স্তম্ভ দিব্যেন্দু পালিত। এ দিন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।পরিবার সূত্রে খবর, গত বুধবার অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়।বিহারের ভাগলপুরে ১৯৩৯ সালের ৫ মার্চ দিব্যেন্দু পালিতের জন্ম ।

তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে বিভাগের ছাত্র ছিলেন। পাঁচের দশকের অন্যতম সাহিত্যিক হিসাবে তিনি নজর কেড়েছিলেন বাংলার সাহিত্য অনুরাগীদের। নিজের আলোকময় সাহিত্য জীবনে পেয়েছেন একাধিক পুরস্কার। যার মধ্যে ১৯৮৮ সালের সাহিত্য আকাদেমি এবং ১৯৯০ সালের বঙ্কিম পুরস্কারের কথা না উল্লেখ করলেই নয়।কবিতার পাশাপাশি ছো‌টোগল্প, উপন্যাসেও ছিল তাঁর সমান বিচরণ। তাঁর লেখা ‘মূকাভিনয়’ গল্পটি নিয়ে ২০০৫ সালে শ্যামানন্দ জালান একটি ছবিও তৈরি করেছিলেন। ঈশ্বর মাইম নামের সেই ছবি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com