বাজপেয়ীর চিতাভস্মের পাত্ৰ বুধবার গুয়াহাটিতে আনা হচ্ছে

বাজপেয়ীর চিতাভস্মের পাত্ৰ বুধবার গুয়াহাটিতে আনা হচ্ছে
Published on

গুয়াহাটিঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্মের পাত্ৰটি বুধবার অসমে এসে পৌঁছবে। ব্ৰহ্মপুত্ৰ ও বরাকে বিসর্জন দেওয়া হবে বাজপেয়ীর চিতাভস্ম। রবিবার বাজপেয়ীর পালিত কন্যা নমিতা হরিদ্বারে গঙ্গায় চিতাভস্ম বিসর্জন দেন,বিজেপি সভাপতি অমিত শাহ,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং ও অন্যান্যদের উপস্থিতিতে। বিজেপি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে প্ৰয়াত প্ৰধানমন্ত্ৰী বাজপেয়ী চিতাভস্ম দেশের ১০০টি পবিত্ৰ নদীতে বিসর্জন দেওয়ার।

দলের জাতীয় নেতারা গত ২২ আগস্ট নয়াদিল্লিতে দলের সদর কার্যালয় থেকে চিতাভস্মের পাত্ৰ সংগ্ৰহ করতে বিজেপির অসম প্ৰদেশ শাখাকে বলেছিলেন। রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিৎ কুমার দাস মঙ্গলবার দিল্লি পাড়ি দিচ্ছেন বাজপেয়ীর চিতাভস্ম থাকা পাত্ৰ সংগ্ৰহের জন্য। বুধবার দুপুর আড়াইটে নাগাদ দাস ওই পাত্ৰ নিয়ে গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরে অবতরণ করবেন। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,মন্ত্ৰিসভার সদস্য ও দলীয় বিধায়ক ও সাংসদরা ওইদিন বরঝাড় বিমানবন্দরে গিয়ে বাজপেয়ীর চিতাভস্ম থাকা পাত্ৰটি সংগ্ৰহ করবেন। চিতাভস্ম বিসর্জন দেওয়া নিয়ে আজ মন্ত্ৰিসভা এক সভায় মিলিত হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com