গুয়াহাটিঃ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম পূর্ণ কলসটি বুধবার নতুন দিল্লি থেকে গুয়াহাটি এসে পৌঁছয়। এই চিতাভস্ম ব্ৰহ্মপুত্ৰ ও বরাকে বিসর্জন দেওয়া হবে আজ। বিজেপি-র রাজ্য সভাপতি রঞ্জিৎ দাস চিতাভস্মের পাত্ৰটি নিয়ে গতকাল দুপুর ২.৪৫ মিনিটে গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরে অবতরণ করার পর মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শ্ৰদ্ধার সঙ্গে চিতাভস্মের পাত্ৰটি গ্ৰহণ করেন। চিতাভস্মের পাত্ৰটি গ্ৰহণকালে রাজ্যের বিভিন্ন মন্ত্ৰী,বিধায়ক,সাংসদ,মুখ্যমন্ত্ৰীর আইনি উপদেষ্টা ও বিভিন্ন বোর্ড ও নিগমের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে দীর্ঘ মিছিল করে চিতাভস্মের পাত্ৰটি হেঙেরাবাড়িতে বিজেপির কার্যালয়ে নিয়ে আসা হয়। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়,মালিগাঁও,ফ্যান্সিবাজার ও উলুবাড়িতে ব্যাপক সংখ্যক মানুষ প্ৰয়াত মহান নেতা বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধা জানান। বৃহস্পতিবার দুপুর ১ টায় চিতাভস্ম ব্ৰহ্মপুত্ৰে বিসর্জন দেওয়া হবে।
Begin typing your search above and press return to search.