Begin typing your search above and press return to search.

বাজপেয়ী গোটা দেশকে এক সুতোয় বেঁধেছিলেনঃসোনোয়াল

বাজপেয়ী গোটা দেশকে এক সুতোয় বেঁধেছিলেনঃসোনোয়াল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 Aug 2018 10:38 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর প্ৰতি গভীর শ্ৰদ্ধা বিবেদন করেন সোমবার শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে রাজ্য সরকারের তরফে বাজপেয়ীর স্মৃতিতে আয়োজিত এক শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানে।

প্ৰয়াত নেতা বাজপেয়ীর প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন করে সোনোয়াল বলেন,অটলজি সারা জীবন দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। ভৌগোলিক সীমারেখা,আঞ্চলিকতাবাদ এবং ভাষার উর্ধ্বে উঠে গোটা দেশকে এক সুতোয় বাঁধতে তাঁর প্ৰয়াস ছিল অসীম। সমাজের সর্বস্তরের মানুষের প্ৰতি বাজপেয়ীর ভালবাসা ছিল নিখাদ। তাই সবার ভালবাসার প্ৰতীক হয়ে উঠেছিলেন তিনি। ‘মৃত্যুকে আমি ভয় পাই না,ভয় পাই দুর্নামকে’ বাজপেয়ীর এই উদ্ধৃতি দিয়ে সোনোয়াল অসম ও উত্তরপূর্বাঞ্চলের বিশেষ করে বগিবিল সেতু নির্মাণ,ইস্ট-ওয়েস্ট করিডরের সঙ্গে রাজ্যের সংযোগ স্থাপন,ডোনার মন্ত্ৰক প্ৰতিষ্ঠা ইত্যাদি শ্ৰদ্ধার সঙ্গে উল্লেখ করেন। বাজপেয়ীজির আদর্শ অনুসরণ করে প্ৰধানমন্ত্ৰী মোদিও দেশকে এক সুতোয় বেঁধে এগিয়ে নিতে উন্নয়নমূলক কাজকর্ম চালাচ্ছেন। মোদির এই প্ৰয়াসই প্ৰয়াত নেতার প্ৰতি শ্ৰদ্ধা নিবেদনের অন্যতম নজির বলে মনে করেন সোনোয়াল।

অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন,বাজপেয়ী ছিলেন অসমের একজন বন্ধু। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰীর বিশেষ উদ্যোগেই উত্তর পূর্বাঞ্চলের বিকাশে কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভা ১০ শতাংশ অর্থ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছিল।

Next Story
সংবাদ শিরোনাম