বাণিজ্যে দশম মঙ্গলদৈ-এর পল্লবী দাস

বাণিজ্যে দশম মঙ্গলদৈ-এর পল্লবী দাস
Published on

মঙ্গলদৈঃ ব্ৰিলিয়েণ্ট অ্যাকাডেমি,মঙ্গলদৈ-এর ছাত্ৰী পল্লবী দাস উচ্চ মাধ্যমিকের বাণিজ্য শাখায় দশম স্থান পেয়ে অঞ্চলটির জন্য গৌরব কুড়িয়ে আনলেন। পল্লবীর অর্জিত নম্বর ৪৫৬। দরঙের অতিরিক্ত ডিসি পঙ্কজ চক্ৰবর্তী এবং এমবিবি চেয়ারম্যান প্ৰতাপ বরদলৈ পল্লবীকে সংবর্ধনা জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com